পাবনা পৌরসভা নির্বাচনে ৩য় ধাপে প্রতীক পাওয়ার পর চলছে প্রচারনা

পাবনা প্রতিনিধিঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে গতকাল প্রতীক পাওয়ার পর থেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে চলছে প্রচার প্রচারনা।
১২ জানুয়ারি মঙ্গলবার সকালে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ মিলনায়তনে এক সভায় চেম্বারসহ জেলার সর্বস্তরের ব্যবসায়িক নেতৃবৃন্দ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির পক্ষে সমর্থন ঘোষনা করেন।
পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যোগ দেন, পাবনা চেম্বারের সহ-সভাপতি মো: ফোরকান রেজা বিশ্বাস, পরিচালক জাহাঙ্গীর হোসেন, এইচএম রেজাউল, মোহাম্মদ আলী, আবুল হুসাইন খান, জেলা লৌহ ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম,পরিবেশক সমিতি ইফতেখারুল আলম মুন্না, ইলেক্ট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুর রহমান মিন্টু, তেল মিল মালিক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর, এ আর কর্নার মার্কেট সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তারা নৌকার পক্ষে আব্দুল হামিদ রোড, বড় বাজার, বেনিয়াপট্টি, মহসিন রোড, নিউ মার্কেট এলাকাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চান।
মন্তব্য করুন