বড়াইগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ট্রাকের বডি এক্সেল ভেঙ্গে দুর্ঘটনার শিকার হয়েছে দার্য পদার্থ বাহী একটি ট্রাক।
মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া বাজারের কলাটা টিএমএসএস অফিস এর সামনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধার্য পদার্থ থাকার কারণে ট্রাকটি (কুষ্টিয়া-ট-১১-২৬৮৫) উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
পরে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ দূর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে বনপাড়া হাইওয়ে থানা এবং ফায়ার সার্ভিস এর সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে ট্রাক ড্রাইভার আব্দুর রহিম জানান- চট্টগ্রাম থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, হঠাৎ ফরম এক্সেল ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ট্রাক উল্টে যায়।
আরও পড়ুনঃ অগ্নিকান্ডের তান্ডবে দরীদ্র জুলহাসের পরিবার এখন নিঃস্ব
মন্তব্য করুন