এলজিএসপি-৩ এর অর্থায়নে নেপালতলী ইউনিয়নের দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
- প্রকাশিত সময় ০২:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / 114
মহিউদ্দিন নিশাত, বগুড়াঃ এলজিএসপি-৩ এর অর্থায়নে নেপালতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান।
উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুস্থ মহিলাদের আত্মনির্ভরশীল করতে এবং স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে করে দুস্থ মহিলারা যেমনভাবে আত্মনির্ভরশীল হবে তেমনি হবে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত দেশ গড়ার অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।
বগুড়া জেলার গাবতলী থানার নেপালতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে। দুস্থ নারী মহিলারা সরকারের এ ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা খুবই আনন্দিত। নিজেদেরকে স্বাবলম্বী করার ধরনের সুযোগ পেয়ে তারা নিজেদের এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়।