একুশের প্রথম প্রহরে মাটিরাঙ্গায় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
- প্রকাশিত সময় ১০:৪৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / 118
ফারুক হোসেন, (মাটিরাঙ্গা) খাগড়াছড়িঃ আজ ২১শে ফেব্রুয়ারী মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস তিনি বলেন ২১শে ফেব্রুয়ারী বাংলাদেশের মানুষের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন, এই দিনটি ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা বাংগালীরা পালন করে আসছি, বাঙ্গালীরা এই দিনে ভাষা আন্দোলনের মর্মন্তুদর মাধ্যমে গৌরবোজ্জ্বল ও সৃতিচারণ একটি দিন হিসেবে চিহ্নিত হয়েছে।
এসময় আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান বলেন ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে একদল ছাত্ররা আন্দোলন করে, আন্দোলনরত ছাত্রদের উপর পাকবাহিনীর গুলিবর্ষণে কিছু আন্দোলনরত ছাত্ররা শহিদ হন, তাই এই দিনটি ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত ও বাংলাদেশের বাঙালীরা পালন করে আসছে।