ময়মনসিংহে ভাষা শহীদদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা
- প্রকাশিত সময় ০৬:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / 148
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
শুক্রবার ভোর ৭ টায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের অন্যতম ইউনিট, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজ ও ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন ইউনিটের আমন্ত্রণে উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।