সুজানগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- প্রকাশিত সময় ০৮:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / 92
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোদে রাত ১২.১মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাখেন পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) রওশন আলী, থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন প্রমুখ। শেষে বঙ্গবন্ধুসহ ভাষা ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ওই দিবসের অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) রওশন আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজাার মনোয়ার হোসেন প্রমুখ।