পাবনায় ভুমি অফিসার্স কল্যাণ সমিতির বিভাগীয় সভা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৭:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / 89
আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনাঃ বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার উদ্যোগে ভুমি অফিসার্স কলাণ সমিতির রাজশাহী বিভাগীয় সভা ২১ ফেব্রুয়ারী পাবনা জেলা সমিতির বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন ভুমি লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভুমি সহকারি কর্মকর্তা মোঃ আফসার আলীর সঞ্চালনায় একুশে ফেব্রুয়ারী য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা শহীদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে পাবনা জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোঃ জাহাঙ্গীর আলম সরকার।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ও আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ এবাদত আলী, খুলনা বিভাগীয় সভাপতি মওদুদুর রহমান কল্লোল, মহাসচিব কামিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
রাজশাহী বিভাগীয় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন পাবনা জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সম্পাদক মোস্তফা কামাল, রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ খাইরুল আমিন, সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মোঃ জহুরুল ইসলাম, সম্পাদক মোঃ শাহীন, নওগাঁর আতাউর রহমান, সিরাজগঞ্জ জেলার সাবেক সম্পাদক মোঃ হাসান আলী, জয়পুর হাটের সভাপতি স.ম. সাইফুল ইসলাম, সম্পাদক রুহুল আমিন প্রমুখ। এ সময় খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সদস্যবৃন্দ এবং পাবনা জেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।