বিজ্ঞপ্তি :
সোহানী হোসেন ভারতের কলকাতার প্রতিবন্ধীদের সংগঠন এনআইপি কর্তৃক সম্মানে ভুষিত
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১২:১৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / 146
বার্তা সংস্থা পিপঃ বাংলাদেশের বিশিষ্ট কবি, গীতিকার ও সাহিত্যিক সোহানী হোসেন ভারতের কলকাতার প্রতিবন্ধীদের একটি সংগঠন এনআইপি কর্তৃক সম্মানে ভুষিত হলেন।
বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতার জায়গা থেকে ওরা এনআইপির একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিলো বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণ করতে। একই সাথে ওরা সম্মানিত করলো সোহানী হোসেনসহ যাঁরা প্রতিবন্ধীদের অধিকারের জন্য কাজ করেন আমাদের দেশের এমন ৫ জনকে।
সোহানী হোসেন বলেন, ‘আমি সবসময় মানুষকে মানুষ হিসেবে দেখি। প্রতিবন্ধীরা আমার দৃষ্টিতে বিশেষ- তাই ওদের প্রতি আমার ভালোবাসার তাগিদটাও একটু বেশি। ইউনিভার্সাল গ্রুপে কর্মরতদের একটা অংশ ওরা।
আমাকে সম্মানিত করলো ভারতের এনআইপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগ। সম্মানিত হওয়ার পাশাপাশি আমি অনুপ্রাণিত হলাম।
এই রকম আরও টপিক
NIP এনআইপি কবি কলকাতা গীতিকার পাবনা বই ভারত শিল্প ও সাহিত্য সাহিত্যিক সোহানী সোহানী হোসেন