মাহাথির মোহাম্মদ পুনঃরায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়ে ফিরেছেন

- প্রকাশিত সময় ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / 110
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার মাহাথির মোহামাদ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নতুন উপাধি নিয়ে ফিরেছেন। তার আকস্মিক পদত্যাগের পদক্ষেপে দেশটি রাজনৈতিক অশান্তিতে ডুবে গিয়েছিল
পুত্রজায়ায় তাঁর অফিসে গাড়িতে করে আসার সময় ৯৪ বছরের বয়সে বিশ্বের প্রাবীনতম প্রধানমন্ত্রী মাহাথির কোনও মন্তব্য করেননি।
প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পরে এবং উত্তরসূরির নাম না পাওয়া পর্যন্ত মালয়েশিয়ার রাজার কাছ থেকে প্রধানমন্ত্রী থাকার অনুরোধ জানান তিনি। রাজা তার প্রস্তাবে রাজি হওয়ার পরে তিনি সোমবার তার পুরো মন্ত্রিসভা ভেঙে দেন।
মাহাথিরের পদত্যাগটি ইতিমধ্যে ৭২ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম সহ পুরানো প্রতিদ্বন্দ্বীদের সাথে নাজুক জোট ভেঙে গেছে, যা ২০১৮ সালে দুর্নীতি দমন মঞ্চে গঠিত করে অবাক করে দিয়েছিল এবং তারপরে জোটটি ক্রমবর্ধমান জনপ্রিয় হয়েছিল।
মহাথির অন্তর্বর্তীকালীন ভূমিকায় কত দিন থেকে যাবে, কখন নতুন মন্ত্রিপরিষদ নিযুক্ত হবে বা পরবর্তী সরকার কীভাবে গঠিত হবে তা এখনও পরিষ্কার জানা যায়্যনি।
সূত্রঃ রয়টারস