টাঙ্গাইলে পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি’র নবনির্মিত স্থায়ী ভবন উদ্বোধন
- প্রকাশিত সময় ০৯:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / 168
খায়রুল খন্দকার, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ভারত উপমহাদেশের বিখ্যাত যাদু শিল্পী পিসি সরকারকে স্মরণীয় করে রাখতে ‘পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি’র স্থায়ী ভবনের উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরের শহরের পুরাতন কোট চত্বর এলাকায় এ ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত যাদু শিল্পী প্রতুল চন্দ্র সরকার ওরফে পিসি সরকার টাঙ্গাইলের নগর জলফৈ এলাকায় জন্মগ্রহণ করেছিলেন। তার স্মৃতি ধরে রাখতেই টাঙ্গাইলে পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
টাঙ্গাইল রাইফেলস ক্লাব সংলগ্ন পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোশারফ হোসেন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান খান লাবু’ সহ পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির সদস্যগন ও স্থানীয় জনপ্রতিনিধিগন ।