বেড়ায় নগরবাড়ী নদীবন্দর নির্মান কাজের শুভ উদ্বোধন
- প্রকাশিত সময় ০৯:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / 61
বেড়া (পাবনা) প্রতিনিধিঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ উদ্যোগে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে আনুষঙ্গিক সুবিধাদিসহ নদীবন্দর নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারি) বিকাল তিনটার সময় বিআইডব্লিউটিএ উদ্যোগে বেড়া উপজেলার ”হরিদেবপুর এসই এসডিপি মডেল হাই স্কুল ” মাঠে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ আহমেদ ফিরোজ কবির এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ, পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ, জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রমুখ।
নৌ মন্ত্রণালয় জানায়, পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার আমিনপুর থানার নগরবাড়ী ঘাট একটি ঐতিহ্যবাহী ঘাট। দেশের উত্তরা লের বিভিন্ন এলাকায় মালামাল বিতরণের অন্যতম প্রধান কেন্দ্র নগরবাড়ী ঘাট। এ ঘাটে মূলত সার, সিমেন্ট, পাথর, বালি, কয়লা, খাদ্য সামগ্রি ওঠা-নামা করে থাকে।
প্রকল্পের মূল কাজগুলো হলো- ভূমি উন্নয়ন, ড্রেজিং, পাকা জেটি, তীর রক্ষাবাঁধ, সংযোগ সড়ক, স্টিল গ্যাংওয়ে, পন্টুন, কাঁটাতারসহ সীমানা প্রাচীর, যাত্রী ছাউনিসহ পাকা সিঁড়ি, গুদাম, উন্মুক্ত মজুদ স্থান, বন্দর ভবন, প্রশাসনিক ভবন, পরিদর্শন বাংলো, ডরমেটরি ও পাইলট হাউজ নির্মাণ। ৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের ৩০ জুন এ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।