সুজানগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
- প্রকাশিত সময় ১০:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / 108
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথির বক্তব্য দেন ও বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ পরির্দশক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম।
এসময় আরো বক্তব্য দেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সামসুল আলম, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান, নাইম হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।
২০১৯-২০ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে গ্রীষ্মকালীন মূগ, তিল ও শীতকালীন মুগ ফসলের বীজ ও সার বিতরণের কালে ৪ শতজন কৃষক কে এ প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রতিজন কৃষক কে ১ কেজি তিল ও ৫ কেজি মুগ বীজ এবং ১০ কেজি ডেফ সার ও ২০ কেজি পটাশ সার বিনা মূল্যে বিতরণ করা হয়।