বিজ্ঞপ্তি :
মাটিরাঙ্গায় মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১২:৩২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / 184
মোঃ ফারুক হোসেন, (খাগড়াছড়ি) মাটিরাঙ্গাঃ আজ মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকায় মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা আর্দশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, সুভাষ চাকমা সহ বিভিন্ন রাজনীতি বিধরা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম বলেন, খেলাধুলা মনের খোরাক ও খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকে এবং বর্তমানে যুবকরা মাদকের প্রতি ঝুকে পরছে তার থেকে বাহিরে থাকতে হবে, আর মাদক থেকে দূরে রাখতে পারে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা।