রাজাপুরে নদী দখলদারকে উচ্ছেদ করতে অভিযান শুরু
- প্রকাশিত সময় ০২:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / 159
ঝালকাঠির রাজাপুর উপজেলার জাঙ্গালিয়া নদীর তীরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রথম দফার অভিযান শুরু।
সোমবার ২ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: সোহাগ হাওলাদারের নেতৃত্বে সমন্বিত ভাবে নদী দখল করে গড়ে ওঠা পাকা আবাসিক ও বানিজ্যিক ভবন সহ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে নদী উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
অভিযানের শুরুতে উপজেলা প্রশাসনের নিযুক্ত শ্রমিক অবৈধ স্থাপনা চিহ্নিত করন ও হাতুরি দিয়ে চিহ্নিত এলাকার অবৈধ স্থাপনা ভাঙ্গতে শুরু করে।
এসময় দখলদাররা স্থাপনা স্ব উদ্যোগে সরিয়ে নিতে থাকে এবং ২/১ দিনের মধ্যে সরিয়ে নেবার কথা জানান। আর এ কারনে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখতে অনেককেই সময় বেধে দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নদীর দুই পারে প্রথম পর্যায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং ধারাবাহিক ভাবে অবৈধ দখলদারদের হাত থেকে নদী উদ্ধার অভিযান অব্যাহত থাকবে ।