মুজিব বর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জের আদালত চত্বর পরিস্কার পরিচ্ছন্নতায় র্যালি ও সমাবেশ
- প্রকাশিত সময় ১২:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / 163
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষনার প্রেক্ষিতে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে পরিবেশ দুষণরোধে সচেতনতামুলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুজিব বর্ষ ২০২০ কর্মপরিকল্পনা বাস্তব্য়ান কমিটির আয়োজনে বুধবার ৪ মার্চ সকালে আদালত প্রাঙ্গণে এই কর্মসুচী পালন করা হয়।
র্যালিটি আদালত ভবন হতে শুরু হয়ে কোর্ট চত্বর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।
সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদেরের সভাপতিত্বে ঐ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাদৎ হোসেন, জিপি এসএম আব্দুল ওয়াহাব, পিপি আব্দুর রহমান, জেলা আইনজীবির সমিতির সভাপতি জাহিদ হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. আনোয়ার পারভেজ লিমন।
এ সময় জেলা জজ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারকবৃন্দ আইনজীবি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।