সিলেটের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি; গ্রেফতার ১
- প্রকাশিত সময় ০৭:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / 111
মিজানুর রহমান, সিলেটঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে যুবককে অপহরণ করাপ হয়। ঢাকায় নিয়ে মারধর ও মুক্তিপন দাবি করা হয়।
অবশেষে পুলিশি তৎপরতায় ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃতকেও।
মঙ্গলবার রাতে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ অপহরণকারীকে গ্রেফতারের পর বুধবার আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতার হওয়া মো. রাব্বী চাদপুরের উত্তর আলগী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে বর্তমানে ঢাকার আশুলিয়ার কাঠালতলার ২নং রোডরে বি-ব্লকের ৬/৩৬ নম্বর বাসার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলবাজার থানার ওসি আখতার হোসেন জানিয়েছেন, দক্ষিণ সুরমার গোটাটিকর পূর্বপাড়া গ্রামের আখতার হোসেনের ছেলে জাবেদুর রহমান জাবেদ (৩০) গত ২৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরেন আসেনি। ১ মার্চ তার পিতা মোগলবাজার থানায় নিখোঁজ জিডি করেন।
ওইদিন অপহণকারী চক্রের সদস্যরা জাবেদের পিতার মোবাইলে ফোনে ১ লাখ টাকা মুক্তিপন দাবি করে। তাকে আটকে মারধরও করা হয়।
থানার এসআই রাজীব কুমার রায় তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান সনাক্ত করে ঢাকায় অভিযান করেন। মঙ্গলবার রাব্বীকে আশুলিয়া থেকে গ্রেফতার করে সিলেট নিয়ে আসেন।
এর আগে ভিকটিমকে তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাবেদের পিতা আখতার হোসেন বাদী হয়ে মোগলবাজার থানায় মামলা করেছেন।