সুবর্ণচরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টান ২০২০ অনুষ্টিত
- প্রকাশিত সময় ০৮:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / 108
সুবর্ণচর (নোয়াখলী) প্রতিনিধিঃ সুবর্ণচর উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ চরজুবিলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০।
বুধবার(৪ মার্চ) সকাল ১০ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন শেষে ফুটবল, ১০০ মিটার দৌড়, হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়, বিকেল ৩ টায় পুরস্কার বিতরন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরনবী চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আক্কাছের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চরজুবিলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আমির খসরু মাহমুদ ।
২দিন ব্যাপী ফুটবল, ১০০ মিটার দৌড়, হাড়ি ভাঙ্গা, রশি টানাটানিসহ নানা রকম গ্রাম্য খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পরে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির, রাশেদ, সোহাগ, সাজাব উদ্দিন স্বপন, আলমগীর, হারুন, সজীব প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুমন, শীলা, নয়ন, সোহাগ ।