পাবনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / 87
এস এম আলম, পাবনাঃ আজ শুক্রবার ৬ মার্চ পাবনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিকালে পাবনা পুলিশ প্যারেড মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহন করেন অতিথিবৃন্দ।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পুলিশ নারী কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জীবুন নাহার, জেলা পুলিশ নারী সমিতির (পুনাক) সভাপতি ফারহানা রহমান, পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সাংসদ ফিরোজ কবির, নারী ও শিশু জজ মো: ওয়ালিউল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক কবির মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো: সালাহ উদ্দিন খাঁ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম কামালউদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুরাদ জাহান চৌধুরী,পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, যুগ্ম ও জেলা দায়রা জজ মো: জালাল উদ্দিন, সহকারী জজ রওনক জাহান চৌধুরী, সহকারী জজ তৌহিদুল ইসলাম,রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, লতিফ ও মর্জিনা রিয়েল স্টেট এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, চেম্বার অব কর্মাসের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মাসপো গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি, ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক ও রানা প্রপার্টিজ এন্ড ডেভলপমেন্ট গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, রাজশাহী রেঞ্জ পুলিশ সুপার, বগুড়া রেঞ্জ পুলিশ সুপার, সিরাজগঞ্জ রেঞ্জ পুলিশ সুপার সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ ক্রীড়া প্রতিযোগিতায় ২৮ টি ইভেন্টে প্রায় ৫শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার। সন্ধ্যয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।