ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
- প্রকাশিত সময় ০২:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / 94
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না ও মোঃ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম মিন্টু, সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, মহিলা আওয়ামী লীগের জেলা কমিটির সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক শফি বিশ্বাস, শেখ মহসীন, সাহিত্য সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু প্রমূখ।
সকাল সাড়ে নয়টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এদিকে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।
বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অপরাজিতা দিলারা।