পাবনা সদর উপজেলায় ৭শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ
- প্রকাশিত সময় ০৬:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / 110
মিজান তানজিল,পাবনাঃ পাবনার সদর উপজেলায় খরিপ-১/২০১৯-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে মুগ ও তিল ফসলে সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা সদর উপজেলার আয়োজনে উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে অনুষ্ঠানে সদর উপজেলা এসিল্যান্ড রোখসানা মিতা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ গোলাম ফারুক প্রিন্স এমপি।
বক্তব্যকালে এমপি প্রিন্স বলেন, শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ার গন্ডি পার করে বিশ্বে সবজি উৎপাদনে জনবহুল বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। কেবল সবজি-ই নয় ধান উৎপাদনেও বিশ্বে আয়তনের দিক থেকে অনেক পেছনে থাকা বাংলাদেশের অবস্থান চতুর্থ, আমে সপ্তম ও আলুতে অষ্টম।
তিনি আরো বলেন, এ খাতে শিক্ষিত তরুণরা এখন যোগ দিচ্ছেন। ফলে কৃষি খাত আগের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। এ ছাড়া বর্তমান সরকার নানা ধরনের সহায়তা করায় কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে। যার প্রভাব পড়ছে উৎপাদনে। এই উৎপাদন বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আর কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নানাভাবে প্রণোদনা দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ, মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, পাটচাষী সমিতির সুনীল কুমার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা কৃষকরীগের সাধারন সম্পাদক মাজহারুল হক মুন্নু, সাবেক ছাত্রলীগ নেতা সরদার স্বপন আহমেদ, ফিরোজ খান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।