বিজ্ঞপ্তি :
পাবনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৩:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / 65
এস এম আলম, পাবনাঃ “দুর্যোগ ঝুকি হ্রাসে পুর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি”- এ শ্লোগানে পাবনায় পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার ১০ মার্চ সকালে পাবনা জেলা স্কুল মাঠে ভুমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মোহড়ার আয়োজন করে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
মোহড়ায় অংশ নেন স্কুলের শিক্ষর্থী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শাহেদ পারভেজ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: দুলাল মিয়া ও জেলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন।