নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
- প্রকাশিত সময় ০৪:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / 80
সুব্রত কিশোর হালদার, নওগাঁঃ দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার ১০ মার্চ সকাল ৯ টায় জেলা স্কুল থেকে একটি র্যালী বের হয়ে কেডি সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম আব্দুল মান্নান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক এ,কে.এম মোরশেদ বক্তব্য রাখেন।
এসময় র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। প
রে সেখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা বিভিন্ন দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করনীয় নানাদিক তুলে ধরে এক মহড়া প্রদর্শন করে।