পাবনায় র্যাবের হাতে ট্রেনের চোরাই তেল সহ ঈশ্বরদীর ৫ জন আটক
- প্রকাশিত সময় ০২:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / 103
ফজলুল হক, পাবনাঃ পাবনা র্যাব ১২ কর্তৃক ট্রেনের চোরাই তেল সহ ৫ জনকে আটক করেছেন।
জানা যায়, র্যাব গোপন সংবাদের ভিক্তিতে আজ বৃহস্পতিবার ভোর রাতে জেলার ঈশ^রদী থানার শৈল পাড়া গ্রাম থেকে চোরাই তেল সহ হাতেনাতে ৫ জনকে আটক করেন।
আটকৃতরা হলো ঈশ্বরদী থানার শৈল পাড়া গ্রামের মোঃ ওমর আলী শেখ (৪২) পিতাঃ সাহেব আলী শেখ, ফজলু সরদার (৪৫)পিতা মৃত-জেকের সরদার, মিতুল সরদার (৩০) পিতাঃ মিঠু সরদার ও রহিমপুর শৈল পাড়া গ্রামের মামুস আলী (৩০) পিতাঃ মোঃ মোকসেদ আলী, আকতার খান (৩০) পিতাঃ মৃত জয়নাল খান।
তেল চুরির ঘটনায় আরো দুজন পালাতক রয়েছেন তারা হলোঃ আনোয়ার (৪২) জামাল(৪৫) উভয় পিতা নুরু।
আটকৃতদের কাছে মোট ১৫৭৬ লিটার ট্রেনের চোরাই তেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাবনা র্যাব ১২ কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবির তরফদার জানান, আমরা গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি আটকৃতরা দীর্ঘ দিন যাবদ ট্রেনের কুচক্রীদের সাথে যোগ সাজসে তেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
আজ বৃহস্পতিবার ভোর রাতে ঈশ্বরদী থানার শৈল পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫৭৬ লিটার চোরাই তেল সহ ৫ জনকে আটক করেছি।
আটকৃতদের নামে চুরি মামলা রুজু হবে।