ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে আসা ব্রাজিল প্রতিনিধি করোনভাইরাসে আক্রান্ত
- প্রকাশিত সময় ১১:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / 115
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারোর যোগাযোগ সচিব ফ্যাবিও ওয়াজনগার্টেনের শরীরে দ্বিতীয় শনাক্তকরণ পরীক্ষার পরে করোনভাইরাস ধরা পড়েছে।
সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরে বোলসনারোকে সঙ্গে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি।
রয়টার্স জানিয়েছে, ব্রাজিল বলেছে যে এই ইতিবাচক পরীক্ষার বিষয়ে তারা ইতিমধ্যে মার্কিন কর্তৃপক্ষকে অবহিত করেছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন, তিনি করোনাভাইরাসের সংস্পর্শে যাওয়ার বিষয়টি নিয়ে ততটা উদ্বিগ্ন নন।
গত শনিবার রাতে ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে অবস্থিত তার মালিকানাধীন মার-এ-লেগো ক্লাবে ডিনার করেছিলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ অফিস এক বিবৃতিতে জানিয়েছে যে, সেখানে ট্রাম্পের সাথে দেখা হওয়া বোলসোনারোর যোগাযোগ সচিব ফ্যাবিও ওয়াজনগার্টেনের শরীরে সত্যিই করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
সূত্রঃ আলজাজিরা