ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

বাঘায় বিএমডিএ’র কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • / 98

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

কালভার্ট নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় এতে বড় ধরনের ফাটল দেখা দেয়। এ নিয়ে হৈ-চৈ শুরু হলে সাময়িক বন্ধ থাকে নির্মাণ কাজ।

পরবর্তীতে দুদকের একটি টিম সরেজমিনে তদন্ত করে এই কালভার্ট নির্মাণ কাজে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পায়।

জানা গেছে, গত জানুয়ারীর শেষ দিকে রাজশাহীর বাঘা পৌরসভার মশিদপুর এলাকায় পদ্মা নদীর বাঁধের রাস্তায় পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণে কাজ শুরু করে বিএমডিএ। এতে ব্যয় ধরা হয় অতিরিক্ত ৬ লক্ষ টাকাসহ মোট ৪২লক্ষ টাকা। পরে ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে কালভার্ট নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় এতে বড় ধরনের ফাটল দেখা দেয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দেয়।বিষয়টি নিয়ে বিএমডিএ’র অভ্যন্তরেও তোলপাড় শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সাময়িক কাজ বন্ধ রাখা হয়।

পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক)একটি টিম সরেজমিনে গিয়ে তদন্ত করে এই কালভার্ট নির্মাণ কাজে প্রাথমিক ভাবে অনিয়মের সত্যতা পায়।

অভিযোগ রয়েছে, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নাজিরুল ইসলামের সাথে যোগসাজসের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ফাটল দেখা দেওয়া স্থানে প্লাস্টার করে কালভার্ট নির্মাণ কাজ সমাপ্ত করে।

বিএমডিএ’র একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগেই ১৮ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। আর নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় অনিয়মের অভিযোগ উঠাই এবং কালভার্টে ফাটল দেখা দিলে অবশিষ্ট টাকা আটকে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুদকের একটি টিম সরেজমিনে তদন্ত করে এই কালভার্ট নির্মাণ কাজে প্রাথমিক ভাবে অনিয়মের সত্যতা পেয়েছে। সার্বিক বিবেচনায় নিম্নমানের এই নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে দুদক টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে অনুসন্ধানের অনুমোদন চেয়ে দ্রুত কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নাজিরুল ইসলাম জানান, বিষয়টি তেমন কিছু নয়। এটি আসলে বড় করে দেখা হচ্ছে।

তিনি বলেন, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু তারা এ ধরনের অনিয়মের কোনো সত্যতা পাননি।

তিনি জানান, এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হয়েছে।

জানতে চাইলে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ বলেন, প্রকল্পের কাজ শুরু করার সময়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু যখন অনিয়ম ও ফাটল ধরা পড়ে তখন সেখানে আমি যাইনি। এ বিষয়ে আমার কিছুই জানা নেই।

আর বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে যারা এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত তাদের সাথে
কথা বলার পরামর্শ দেন তিনি।

এই রকম আরও টপিক

বাঘায় বিএমডিএ’র কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত সময় ০২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

কালভার্ট নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় এতে বড় ধরনের ফাটল দেখা দেয়। এ নিয়ে হৈ-চৈ শুরু হলে সাময়িক বন্ধ থাকে নির্মাণ কাজ।

পরবর্তীতে দুদকের একটি টিম সরেজমিনে তদন্ত করে এই কালভার্ট নির্মাণ কাজে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পায়।

জানা গেছে, গত জানুয়ারীর শেষ দিকে রাজশাহীর বাঘা পৌরসভার মশিদপুর এলাকায় পদ্মা নদীর বাঁধের রাস্তায় পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণে কাজ শুরু করে বিএমডিএ। এতে ব্যয় ধরা হয় অতিরিক্ত ৬ লক্ষ টাকাসহ মোট ৪২লক্ষ টাকা। পরে ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে কালভার্ট নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় এতে বড় ধরনের ফাটল দেখা দেয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দেয়।বিষয়টি নিয়ে বিএমডিএ’র অভ্যন্তরেও তোলপাড় শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সাময়িক কাজ বন্ধ রাখা হয়।

পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক)একটি টিম সরেজমিনে গিয়ে তদন্ত করে এই কালভার্ট নির্মাণ কাজে প্রাথমিক ভাবে অনিয়মের সত্যতা পায়।

অভিযোগ রয়েছে, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নাজিরুল ইসলামের সাথে যোগসাজসের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ফাটল দেখা দেওয়া স্থানে প্লাস্টার করে কালভার্ট নির্মাণ কাজ সমাপ্ত করে।

বিএমডিএ’র একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগেই ১৮ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। আর নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় অনিয়মের অভিযোগ উঠাই এবং কালভার্টে ফাটল দেখা দিলে অবশিষ্ট টাকা আটকে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুদকের একটি টিম সরেজমিনে তদন্ত করে এই কালভার্ট নির্মাণ কাজে প্রাথমিক ভাবে অনিয়মের সত্যতা পেয়েছে। সার্বিক বিবেচনায় নিম্নমানের এই নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে দুদক টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে অনুসন্ধানের অনুমোদন চেয়ে দ্রুত কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নাজিরুল ইসলাম জানান, বিষয়টি তেমন কিছু নয়। এটি আসলে বড় করে দেখা হচ্ছে।

তিনি বলেন, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু তারা এ ধরনের অনিয়মের কোনো সত্যতা পাননি।

তিনি জানান, এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হয়েছে।

জানতে চাইলে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ বলেন, প্রকল্পের কাজ শুরু করার সময়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু যখন অনিয়ম ও ফাটল ধরা পড়ে তখন সেখানে আমি যাইনি। এ বিষয়ে আমার কিছুই জানা নেই।

আর বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে যারা এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত তাদের সাথে
কথা বলার পরামর্শ দেন তিনি।