মতিউর রহমানের উপর মামলা প্রত্যাহার; আরিফের মুক্তির দাবিতে সিলেটে মানবন্ধন
- প্রকাশিত সময় ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / 126
মিজানুর রহমান, সিলেটঃ মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুর ১২ টায় নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে সিলেটের সাংবাদিক সমাজ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘আজব মামলা’ বলে আখ্যায়িত করে অবিলম্বে ঐ মামলা প্রত্যাহারের দাবি জানান। সেইসঙ্গে তারা কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের মুক্তি ও নিখোজ সাংবাদিক কাজলের সন্ধানেরও দাবি জানান।
তারা বলেন- মুজিববর্ষে সাংবাদিকদের উপর একের পর এক ঘটা ঘটনা সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করার প্রক্রিয়ার অংশ। একটি ষড়যন্ত্রী মহল সরকারকে বিতর্কিত করতে সাংবাদিকদের উপর এই মামলা, হামলা ও নির্যাতন চালাচ্ছে। এজন্য তারা সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আহমদ সেলিমের পরিচালনায় মানববন্ধন চলাকালে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ওয়েছ খছরু।
আরও বক্তব্য দেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাত্তার আজাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি মামুন হাসান, এটিএন বাংলা সিলেটের ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মঈন উদ্দিন মনজু, বাংলাদেশ পরিব্শে আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ছামির মাহমুদসহ।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ, একডোর নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ, দৈনিক শ্যামল সিলেটের সহকারী সম্পাদক মতিউল বারী খুর্শেদ, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির (এসনিক) সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট জেলা আহবায়ক বিলকিস আক্তার সুমি, ডিবিসি নিউজের প্রতিনিধি প্রত্যুষ তালুকদার, নিউজ ২৪ এর সিলেট প্রতিনিধি সৈয়দ রাসেল, কমিশনের কোষাধ্যক্ষ ইউসুফ আলী, দৈনিক প্রথম আলো সিলেটের আলোকচিত্রি আনিস মাহমুদ, দৈনিক সিলেটের দিনকালের প্রধান আলোকচিত্রি নুরুল ইসলাম, বাংলা ট্রিবিউন সিলেট প্রতিনিধি তুহিনুল হক তুহিন, সিলেট সান’র বার্তা সম্পাদক সুলতান সুমন, ইকরা বাংলা ইউকের কমলজিৎ শাওন, নিউজ ২৪ এর শফি আহমদ, একাত্তর টিভির সাকিব আহমদ মিঠু, চ্যানেল এসটিভির রুহিন আহমদ, দি নিউইয়র্ক মেইলের অমিতা সিনহা, সিলেট টুডে ২৪ ডট কমের শাকিলা ববি, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাসুম, এশিয়ান টিভির সোহেল আহমদ পাপ্পু, সিলেট সান বন্ধু ফোরামের আহবায়ক য়ক অভিজিৎ দাস, আলমগীর এন্টারপ্রাইজ সিলেটের মো. ইসমাঈল হোসেন, মো. আলমগীর হোসেন, সিলেট উন্নয়ন সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, দৈনিক সিলেট মিররের আলোকচিত্রি শহিদুল ইসলাম, দৈনিক উত্তর পূর্বের নুরুল ইসলাম, দৈনিক সবুজ সিলেটের আলোকচিত্রি আজমল আলী, দৈনিক শুভ প্রতিদিনের শহিদুল ইসলাম সবুজ, ক্রাইম সিলেটের আবুল হোসেন, সিলেট সান ডট কমের মাসুদুর রহমান মাসুদ, আকাশ দাস, সৈয়দ মিজানুর রহমান, ক্যামেরা পারসন জয়নুল আহমদ, সিলেট কল্যাণ সংস্থার এসএএন রাহী সহ প্রমুখ।