পাবনায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির করোনা ভাইরাস সংক্রান্ত জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / 74
মিজান তানজিল, পাবনাঃ পাবনায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রান্ত জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ মার্চ দুপুরে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে এমপি প্রিন্স বলেন, করোনা ভাইরাস মোকাবেলা সরকারের পক্ষথেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হওয়ার আহবান জানান তিনি।
সভায় করোনা ভাইরাস সক্রান্ত বিষয়াদি নিয়ে লোচনায় অংশ নেন জেলা প্রশাসক কবীর মাহুমদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল, হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: আবুল হোসেন, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য বৃন্দরা।
সভায় সর্বস্থরের মানুষের সচেতনতার উদ্দেশ্যে বলা হয়-
তবে এর মাধ্যমে ভাইরাসের অতি সুক্ষ্মকণা আটকানো সম্ভব নয়। মাস্ক পড়লেও চোখ খোলাই থাকে। ইতোমধ্যেই বেশ কিছু ব্যক্তির দেহে চোখের মাধ্যমে ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। তাই সবাইকে নিজের প্রতিযত্নবান হতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
সভায় বলা হয়, যারা বিদেশ থেকে দেশে ফিরছে তারা অবশ্য ১৪দিন কোয়ারেন্টাইনে থাকবে।