ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনার মাহামুদপুরে চোরের ভয়ে রাতভরে পিয়াজের ক্ষেত পাহারা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৭:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • / 162

ইউএনএসঃ রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে কালামের ৪ বিঘা জমিতে পিয়াজ লাগিয়ে রাতে আর ঘরে ঘুম ধরে না। এমন টায় বললেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুরের বাসিন্দা মৃত শফি উদ্দিন সরদারের ছেলে আবুল কালাম (৪৫)।

কালাম জানান, চাষাবাদ করেই জীবীকা নির্বাহ করি সব টাকা পয়সা চাষাবাদে ব্যায় করি ক্ষেতের ফসল যদি চুরি হয় রাতে কি ঘরে ঘুম ধরে? গত ৩০ ফেব্রুয়ারী মেছের খন্দকারের ছেলে রাজেমর রসুনের ক্ষেত থেকে রসুন চুরি হয়েছে, সকালে এসে দেখে রাজেম তার ক্ষেতের প্রায় ১ দেড় শতক জায়গার রসুন নাই।

একই মাঠের মাজেদুলের জমি থেকে প্রায় ১ শতক জায়গার রসুন চুরি যায় গত ২ মার্চ তরিখে। গত বুধবার সকালে গোপীনাথপুরের রাজ্জু সকালে উঠে দেখে তার জমির প্রায় ১ শতক জায়গার রসুন চুরি গেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে পিয়াজ, রসুন চুরির ভয়ে গোপীনাথপুরের কালাম, মাসুদ, রবিউল জমির মাঝ খানে বাঁশের কাবারি ও পলিথিন কাগজ দিয়ে টং ঘর তৈরী করে রাত ভরে পাহারা দিচ্ছে।

পাবনার মাহামুদপুরে চোরের ভয়ে রাতভরে পিয়াজের ক্ষেত পাহারা

প্রকাশিত সময় ০৭:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

ইউএনএসঃ রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে কালামের ৪ বিঘা জমিতে পিয়াজ লাগিয়ে রাতে আর ঘরে ঘুম ধরে না। এমন টায় বললেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুরের বাসিন্দা মৃত শফি উদ্দিন সরদারের ছেলে আবুল কালাম (৪৫)।

কালাম জানান, চাষাবাদ করেই জীবীকা নির্বাহ করি সব টাকা পয়সা চাষাবাদে ব্যায় করি ক্ষেতের ফসল যদি চুরি হয় রাতে কি ঘরে ঘুম ধরে? গত ৩০ ফেব্রুয়ারী মেছের খন্দকারের ছেলে রাজেমর রসুনের ক্ষেত থেকে রসুন চুরি হয়েছে, সকালে এসে দেখে রাজেম তার ক্ষেতের প্রায় ১ দেড় শতক জায়গার রসুন নাই।

একই মাঠের মাজেদুলের জমি থেকে প্রায় ১ শতক জায়গার রসুন চুরি যায় গত ২ মার্চ তরিখে। গত বুধবার সকালে গোপীনাথপুরের রাজ্জু সকালে উঠে দেখে তার জমির প্রায় ১ শতক জায়গার রসুন চুরি গেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে পিয়াজ, রসুন চুরির ভয়ে গোপীনাথপুরের কালাম, মাসুদ, রবিউল জমির মাঝ খানে বাঁশের কাবারি ও পলিথিন কাগজ দিয়ে টং ঘর তৈরী করে রাত ভরে পাহারা দিচ্ছে।