রেললাইনের পাশে ঝোপের আড়ালে অটোরিকশা চালকের লাশ
- প্রকাশিত সময় ১২:২২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / 99
মহিউদ্দিন নিশাত, বগুড়াঃ বগুড়া শহরের কামারগাড়ি রেলক্রসিং এর ৫০ মিটার পশ্চিম থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। রেললাইনের উত্তর পাশে ঝোপের মধ্যে তার লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সদর থানা এবং রেলওয়ে পুলিশ গিয়ে লাশটা উদ্ধার করে।
নিহত যুবকের নাম শাওন (২৮) পিতা বুলু শেখ। স্থায়ী ঠিকানা গাবতলী থানার বাগবাড়ির নিজগ্রাম এলাকায়। বর্তমানে পরিবারের সাথে কলোনির চকফরিদ এলাকায় ভাড়া থাকত। সে পেশায় একজন অটোরিকশা চালক।
গতকাল রাত এগারোটার দিকে তার আপন ভাইয়ের কাছ থেকে রিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি। তার অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় সেউজগাড়ি এলাকায় পেয়ে নৈশপ্রহরীরা হেফাজতে নেয়। পুলিশ সেই অটোরিকশা উদ্ধার করে হেফাজতে নিয়েছে। অটোরিকশার চারটি ব্যাটারিই খোয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হতে পারে।
ঘটনাস্থল রেলওয়ে পুলিশের এলাকায় হওয়ায় তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।