মুজিববর্ষে পাবনায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
- প্রকাশিত সময় ১২:২৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / 84
শফিক আল কামাল, পাবনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়।
সোমবার (১৬’মার্চ) দুপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্তরে নব-নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল শুভ উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করতে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। তিনি আরও বলেন প্রখ্যাত কিউবার নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছি। বঙ্গবন্ধুকে উল্লেখ করেছিল ‘পোয়েট অব পলিটিক্স’ নামে। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা মন্তব্য করেছিল-‘মুজিব না থাকলে কখনই বাংলাদেশের জন্ম হত না।’
এ সময় উপস্থিত ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পাবনা’র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমান, পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইটসহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর প্রমুখ।
মুজিব শতবর্ষে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বর্ণিল সাজে সেজেছে। মাদকমুক্ত, নতুন বৃক্ষ রাজীতে শোভিত দিনে আলোকিত ক্যাম্পাস, আর রাতের বেলায় বাহারী আলোক সজ্জায় শোভাবর্ধন করেছে পাবনার মানুষের হৃদয় জুড়ে।