সিরাজগঞ্জের তাড়াশে কলেজের গেট ধসে নিহত ৩ আহত ১০
- প্রকাশিত সময় ০৬:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / 80
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম, মুনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে ঘটনাস্থলেই এক শিশু সহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার ১৭ মার্চ বিকাল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা:মো:আব্দুল আজিজ।
ঘটনাস্থল নিহতরা হলেন গাবর গ্রামের মৃত জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (৩০) ও বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১২)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ছিলো গুল্টাবাজারের হাটবার। এ কলেজ চত্বরেও গরুহাট বসে। বিকেল ৪ টার দিকে হাট যখন জমে উঠেছে ঠিক তখনই গেট ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ওই কলেজের প্রভাষক আবুল বাশার অভিযোগ করে বলেন,সম্প্রতি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ একক সিদ্ধান্তে সৌন্দর্য বর্ধন কারার জন্য নি¤œমানের সামগ্রী দিয়ে গেটটি নির্মাণ করেন। নি¤œমানের কাজ করার ফলে এ দূর্ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম
সিরাজগঞ্জ
১৭.০৩.২০২০