পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

- প্রকাশিত সময় ০৭:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / 133
এস এম আলম, পাবনাঃ পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে নানা আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশ প্রশাসন এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান সহ পাবনা জেলা পুলিশ এর সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।