সাঁথিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- প্রকাশিত সময় ০৭:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / 55
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ মঙ্গলবার ১৭ মার্চ পাবনার সাঁথিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, উপজেলা আ’লীগসহ অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন।
কর্মসূচীর মধ্যে ছিল ৩১বার তপধ্বনি, আলোকসজ্জা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পতবক/ পুস্পমাল্য অপর্ণ, র্যালী, আলোচনা সভা, চিত্রাংক, রচনা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, কেক কাট,বৃক্ষ রোপন, স্বেচ্ছাশ্রমে রাস্তা নিমার্ণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে নবনিমির্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পতবক অপণ।
পরে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমান কারী শরিফ আহম্মেদ। স
কাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদে মুজিব জন্মবার্ষিকীতে কেক কাটা হয়।
সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাজ্জাদের পরিচালনায় অনুষ্ঠিত এ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, আ’লীগ নেতা নফিজ উদ্দিন,সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, অধ্যাপক আব্দুদ দাইন, পৌর ছাত্রলীগ সভাপতি রাশেদ খান আকাশ প্রমুখ।
দুপুরে উপজেলার বিলচাপড়ী আদর্শ গ্রামে সাঁথিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় নজরল ইসলামের সভাপতিত্বে স্বেচ্ছাশ্রমে রাস্তার কাজ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলেয়ার।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা কর্মজীবী পরিষদের আহবায়ক আশরাফুল আলম মজনু, এ্যাড. শাহাদৎ হোসেনসহ স্থানীয় গনমার্ণ ব্যক্তিবর্গ।