সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
- প্রকাশিত সময় ০১:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / 103
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুক যুদ্ধে পেশাদার মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু (৩৫) নিহত হয়েছে।
সে সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ৩টি মামলাসহ প্রায় হাফ ডজ্জন মামলা রয়েছে।
জানা যায়, সাঁথিয়া থানা পুলিশ গত শুক্রবার দিন গত গভীর রাতে মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু উপজেলার করমজা-বায়া রোডের খয়ের বাগান নামক স্থানে কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে মাদক ক্রয়-বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেত্রিত্বে সঙ্গীয় ফোসসহ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিত টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। ৭/৮রাউন্ড গুলি ছোড়ার পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে চলে যায়।
এসময় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু ও সাঁথিয়া থানার এএসআই ফিরোজ সুলতান, কনেস্টেবল শুভ কুমারকে আহত অবস্থায় উদ্ধারসহ বেড়া হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পরে ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালুর প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ১০০পিচ ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ান শুটারগান, ২রাউন্ড কার্তুজ, ১টি কাচি, ৩ জোড়া স্যান্ডেল উদ্ধার করে।
শনিবার ২১ মার্চ সকাল ৬টা ১০ মিটিটে চিকিৎসাধীনাবস্থায় মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু মারা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন আতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লর রহমান।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ আব্দুল আলিম কালু পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় ৩টি মাদক মামলা ও ১টি জুয়া আইনে মামলা রয়েছে।
বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু মারা যাওয়ার খবর পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করছে বলে জানা যায়।