বিজ্ঞপ্তি :
করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন পুলিশ সুপার

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৪:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / 108
এস এম আলম, পাবনাঃ করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
বিদেশ ফেরতরা ঠিকমত হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা- তা কঠোরভাবে নজরদারী করতে হবে। কোয়ারেন্টাইনকালীন সকল মানুষকে আন্তরিকভাবে সরকারের সকল নির্দেশনা পালন পূর্বক অবস্থান করার আহবান জানান পুলিশ সুপার।
২২ মার্চ সকালে পাবনা পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশের সকল সদস্যকে এ নির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ শামীমা আক্তার,অতিরিক্ত পুলিশ ইবনে মিজান এবং পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. খায়রল কবির।
এদিকে ডেপুটি সিভিল সার্জন ডা. আবু জাফর জানান, পাবনায় গত ২৪ ঘন্টায় আরো ৭৯ জনসহ মোট ৫২২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।