দোকান মালিক সমিতির সিদ্ধান্তঃ ২৫শে মার্চ থেকে সব বিপণিবিতান বন্ধ
- প্রকাশিত সময় ১২:৩০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / 105
ডেস্ক নিউজঃ আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত দেশের সব বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন জানান, “করোনাভাইরাস সংক্রমণের বিষয়টিকে কেন্দ্র করে সারা দেশের অনেক জায়গায় জিনিসপত্রের বাড়তি দাম নেয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এরকম অনাকাঙ্খিত ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”
এছাড়া করোনাভাইরাসের আতঙ্কে মার্কেটগুলোও ক্রেতাশূন্য হয়ে পড়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যেও ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে। বন্ধের এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের কথাও বিবেচনায় নেয়া হয়েছে বলে জানান তিনি।
মোহাম্মদ হেলালউদ্দিন জানান নিউ মার্কেটের মত সুপারমার্কেটগুলো কেবলমাত্র এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ওষুধের দোকান, কাঁচাবাজার বা মীনা বাজার, আগোরা, স্বপ্নের মত সুপারশপগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।
মোহাম্মদ হেলালউদ্দিন আর জানিয়েছেন যে, “২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো।”