রাণীনগরের মিরাটে বর্ডার গার্ড নন কমিশন অফিসারের উদ্যোগে স্যানিটাইজার মাস্ক ও শুকনা খাবার বিতরণ
- প্রকাশিত সময় ০৭:০০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / 114
নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশে করোনা আতঙ্কের পর থেকে মাস্ক ও জীবানুমুক্ত স্যানিটাইজার সহ অন্যান্য উপকরণ দোকানগুলোতে সংকট তৈরী হয়েছে। কৃত্রিম সংকটের পাশাপাশি দামও বৃদ্ধি পেয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন গ্রামের মানুষের মাঝে বর্ডার গার্ড নন কমিশন অফিসার মোঃ হেলাল উদ্দিনের নিজ উদ্যোগে মাস্ক, শুকনা খাবার সহ সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ সন্ধ্যায় রানীনগর উপজেলার মিরাট গ্রামের হালদার পাড়া, পশ্চিম পাড়া, মৃধাপাড়া, দক্ষিনপাড়া মাস্ক শুকনা খাবার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। চাকুরীর ছুটি না থাকায় মোঃ জিয়ারু সরদারের মাধ্যমে প্রায় দুই শতাধিক হত দরিদ্র মানুষের মধ্যে বিতরন করা হয়৷
এ সময় সাধারণ মানুষকে এর ব্যবহারবিধি প্রয়োগবিধি সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা ও নিয়মিত হাত ধোয়ার বিষয়ে পরামর্শ দেয়া হয় ৷
নন কমিশন অফিসার হেলাল উদ্দিনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, প্রাথমিক অবস্থায় প্রথম দিন আমরা নিজ উদ্যোগে ১৫০ জনকে মাস্ক, সাবান, ডাল বিতরন করার জন্য জিয়াকে বলেছি। প্রয়োজনে আগামীতে আরো বিতরণ করা হবে।