বিজ্ঞপ্তি :
মাটিরাঙ্গা উপজেলাধীন ১নং তাইন্দং ইউনিয়ন বাজারে আগুন: ৩০টির মতো দোকান পুড়ে ছাই
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / 182
ফারুক হোসেন মাটিরাঙ্গা, খাগড়াছড়িঃ আজ ২৮শে মার্চ রোজ শনিবার মাটিরাঙ্গা উপজেলাধীন ১নং তাইন্দং ইউনিয়ন বাজারে আনুমানিক সাড়ে চারটার সময় হঠাৎ আগুন লাগে এবং ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে তাইন্দং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুরুজ মিয়া জানান, আনুমানিক সাড়ে চারটার সময় আগুন লাগার খবর পেয়ে বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু আগুন আরো বাড়ছে দেখে আমরা ফায়ার সার্ভিস ও স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানালে সাথে সাথে বিজিবি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইতোমধ্যেই প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এসময় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর অনেক পরে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা রওনা হয়েছি। রাস্তাটি প্রায় ৪০ কিঃমিঃ দীর্ঘ এবং সরু এজন্য আসতে একটু দেরি হয়েছে।
আগুনের উৎপত্তি এর বিষয়ে জানতে চাইলে বলা হয় যে, শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ১নং তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির, বিজিবি ক্যাম্প কমান্ডার, তাইন্দং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুরুজ মিয়া, বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ কাদের মজুমদার সহ আরও অনেকে ঘটনাস্থলে উপস্থিত হন।