সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনা রোগী সন্দেহে দুই ব্যক্তিকে বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে
- প্রকাশিত সময় ১০:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / 62
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনা রোগী সন্দেহে দুই ব্যক্তিকে বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে রাখাসহ দুটি বাড়ি লক ডাউন করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার কৈজুড়ী উইনিয়নের ভাটপাড়া গ্রামে এঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান রবিবার রাতে জানান, সম্প্রতি পদ্মা সেতু প্রকল্পে কাজে নিয়োজিত দুই ব্যাক্তি ছুটিতে গ্রামের বাড়ি ভাটপাড়ায় আসে। এদের মধ্যে একজন স্থানীয় হলেও অপরজন লালমণিরহাট জেলার বাসিন্দা। স্থানীয়দের ধারনা পদ্মা সেতু প্রকল্পে বিদেশীদের সংস্পর্শে চলমান করোনা ভাইরাস বহন করতে পারে ওই দুই ব্যক্তি। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম নিয়ে তাদের প্রাথমিক পরীক্ষা করার পর দুজনকেই বাধ্যতামুলক হোম কোরয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয় এবং পাশাপাশি দুটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়।
সোমবার তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও তিনি জানান।