অফিসে যাওয়া হলোনা ব্র্যাক কর্মী রানার
- প্রকাশিত সময় ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / 109
বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় সিরাজগঞ্জ উল্লাপাড়া বেতুবাড়ী গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে সোহেল রানা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
৫ এপ্রিল (রোববার) সকালে ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল এনজিও বন্ধ ঘোষণার পর নিহত সোহেল রানা বাড়ি চলে যায়। সে সকালে অফিসের জরুরী কাজে সিরাজগঞ্জ থেকে মুন্সিগঞ্জ কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হয়। পথিমধ্যে উপজেলার পাথাইলকান্দি আসলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটাস্থলেই মারা যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, সোহেল রানা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ঐ মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ব্যক্তি ব্র্যাকের কর্মচারী ছিলেন বলে তিনি জানান।