মাটিরাঙ্গা বাজারে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ দোকানীকে অর্থদণ্ড করা হয়েছে
- প্রকাশিত সময় ১২:০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / 160
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ দোকান দারকে অর্থদন্ড করা হয়েছে।
আজ ৬ এপ্রিল সোমবার মাটিরাঙ্গা বাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৫ জন দোকানদারকে দন্ড বিধি আইন ১৮৬০ মোতাবেক বিভিন্ন ধারায় ৫টি মামলায় অর্থদণ্ড প্রধান করেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস মহোদয়ের নির্দেশনায় মাটিরাঙ্গা বাজার ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
এসময় তিনি মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করার সময় দেখতে পান সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা হয়েছে। তৎক্ষনাৎ তিনি ৫টি দোকানের মালিককে দন্ড বিধি আইন ১৮৬০ মোতাবেক বিভিন্ন ধারায় অর্থদণ্ড প্রধান করেন।
এসময় উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এই অভিযান চলমান থাকবে।