ঈশ্বরদীতে বিষাক্ত স্পিরিট খেয়ে দুই যুবকের প্রাণহানি
- প্রকাশিত সময় ১১:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / 94
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদীতে বিষাক্ত স্পিরিট পান করে দুই যুবকের প্রাণহানি ঘটেছে। নিহত যুবকদের মধ্যে রয়েছে শহরের ফতেহমোহাম্মদপুর এলাকার বিএনপি নেতা ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলুর পুত্র সজল (৩২) এবং একই এলাকার জনৈক শামীমের পুত্র রাজু (৩০)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার প্রথমে রাজু এবং রাত সোয়া নয়টার দিকে সজল মারা যায়। নিহতের পরিবার ও ঈশ্বরদী পুলিশ ঘটনা নিশ্চিত করেছে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারনে শনিবার রাতে এই যুবকদ্বয় মদ না পেয়ে নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে শিমুল ডাক্তারের হেমিও ওষুধের দোকান হতে বিষাক্ত স্পিরিট কিনে পান করে। রবিবার দুপুরের পর হতে এদের শারীরিক অবস্থার অবনতি হয়। বিকেলের দিকে এদের প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়।
ঈশ্বরদী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে রাজুকে এবং পরে সজলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ২ ঘন্টার ব্যবধানে উভয়ের প্রাণহানি ঘটে।