নাটোরের এক যুবকের রাজশাহী আইডি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু
- প্রকাশিত সময় ০৮:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / 112
নিজস্ব প্রতিবেদকঃ আইসোলেশনে থাকা রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে নাটোরের নলডাঙ্গা উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
মৃতের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিন থেকে ঐ ব্যক্তি হাম রোগে আক্রান্ত ছিলেন। ঐ যুবকের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে। শনিবার ১৮ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়েছে।
মৃত যুবকের পিতা জানান, তার ছেলে কয়েকদিন আগে হাম রোগে আক্রান্ত হয়। এ সময় তাকে স্থানীয় চিকিৎসক এন্টিবায়োটিক ইনজেকশন দেয়। পরে ছেলের শারিরিক অবস্থার অবনতি হয়। তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। গত শুক্রবার সন্ধায় তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিলে কর্মরত চিকিৎসক তাদের করোনা রোগিদের আইসোলেশন কেন্দ্র আইডি হাসপাতালে পাঠিয়ে দেয়। আইডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে আমার ছেলের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বলেন, করোনা উপসর্গ থাকায় তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়াও তার শরীরে পক্ক ছিল। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের আগেই তিনি মারা যান। তবে সকালে তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তানন্তর করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, মৃত যুবক হামে আক্রান্ত হয়েছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে তার চিকিৎসা করতে অল্প সময় পাওয়ায় বিষয়টি নিয়ে নিশ্চিত নন। তার রিপোর্ট আসলে সবকিছু বলা যাবে।