সিরাজগঞ্জে করোনা সন্দেহে বৃদ্ধকে নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ
- প্রকাশিত সময় ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / 102
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে পালিয়ে যাওয়া অজ্ঞাত (৬০) এক রোগীকে পুনরায় ওই হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে হাসপাতালে নেয়ার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে হাসপাতালের আরএমও ডাঃ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, সিলেট থেকে আসা ওই অজ্ঞাত ব্যাক্তিকে গত বৃহস্প্রতিবার দুপুরের দিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়। রবিবার তার সমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চিকিৎসায় তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সে হাসপাতালে না থাকার জন্য কান্নাকাটি করে এবং নার্সদের সাথে খারাপ আচরণও করে। সবার চোখ ফাঁকি দিয়ে একপর্যায়ে মঙ্গলবার ভোর রাতে হাসপাতাল থেকে পালিয়ে রেলওয়ে বাজার ষ্টেশনে অবস্থান নেয়। হাসপাতালের কর্মচারীরা ওই ষ্টেশনে তার সন্ধান পায়।
পরে সদর থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার সন্ধ্যার আগে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে পাঠায়। তাকে এখন নজরদারিতে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।