সিরাজগঞ্জে বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া সরকারি চালে পুলিশের মানবিক সহায়তা প্রদান
- প্রকাশিত সময় ০৬:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / 121
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সম্প্রতি সিরাজগঞ্জে কয়েকটি অভিযানে ১০টাকা কেজির ফেয়ার প্রাইজ, ভিজিডি ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্ধারকৃত চাল কারোনা ভাইরাসের কারণে দুর্দশাগ্রস্ত কর্মজীবী ও হতদরিদ্রের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এর ড্রিলসেটে পুলিশ সুপার হাসিবুল আলম এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। পরে জেলার ৫টি থানায় ৬শ’ প্যাকেট মানবিক সহায়তা পাঠিয়ে দেয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, সম্প্রতি পুলিশের নয়টি অভিযানে ১০টাকা কেজির ফেয়ার প্রাইজ, ভিজিডি ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের প্রায় দশ হাজার কেজি চাল উদ্ধার করা হয়। এসব চাল কিছু সংখ্যক জনপ্রতিনিধি ও ডিলার গোপনে কালোবাজারে বিক্রি এবং আত্মসাতের প্রচেষ্টা চালায়। প্রতিটি ঘটনার পৃথক পৃথক মামলা হয়েছে।
পরে আদালতের অনুমোদনক্রমে উদ্ধারকৃত চালগুলো পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট থানাগুলোতে বিতরণের উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ৬ হাজার কেজি চাল সিরাজগঞ্জ সদর, সলঙ্গা, উল্লাপাড়া, রায়গঞ্জ ও বেলকুচি থানা পুলিশের মাধ্যমে ৬শ’ নি¤œ আয়ের কর্মজীবী ও হতদরিদ্রের মাঝে বিতরণ করা হবে।
পরে ১০কেজির প্রতি প্যাকেট চালের সাথে জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে ২ কেজি আলু ও ১ কেজি ডাল সংযুক্ত করে সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠিয়ে দেয়া হয়। পুলিশ সদস্যদের করা তালিকা অনুযায়ি মানবিক এ সহায়তা প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে বলে জানান পুলিশ সুপার।