লালপুরে অসহায় কৃষি শ্রমিকদের পাশে পুলিশ
- প্রকাশিত সময় ০৬:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / 76
লালপুর (নাটোর ) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় বেকার কৃষি শ্রমিকদের পাশে লালপুর থানা পুলিশ। দেশের বিভিন্ন স্থানে ধান কাটতে যানবাহনের ভাড়া দিয়ে কৃষকদের কাজে পাঠাতে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন লালপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, করোনা ভাইরাসের প্রভাবে লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। কৃষকদের এখন বড়ই অভাবে দিন কাটাতে হচ্ছে, যানবাহনে চড়ে ধান কাটতে যাওয়ার মতো টাকাও তাদের পকেটে নেই। আবার হাওড় অ লে ধান চাষীরা শ্রমিক সংকটে পড়েছেন। এই সংকট মোকাবেলা লালপুর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের সুপারিশ ও ডাক্তারী পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ ক্রমে লালপুর উপজেলার বিভিন্ন এলাকার কর্মহারা অসহায় কৃষি শ্রমিকদের হাওড় অ লে ধান কাটতে পাঠানো হচ্ছে।
লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজার নেতৃত্বে ২২ এপ্রিল বুধবার থানা গেট থেকে উপজেলার দুড়দুুড়ীয়া ও চংধুপইল ইউনিয়নের ৯৬ জন কর্মহারা বেকার অসহায় কৃষি শ্রমিকদের জেলার চলনবিল ও নওগাঁ জেলার আত্রায় উপজেলার জামগ্রাম সহ বিভিন্ন এলাকায় ধান কাটতে নিজ খরচে যানবাহনে তুলে দেন লালপুর থানা পুলিশ। যানবাহনে উঠার আগে কৃষি শ্রমিকদের থার্মাল স্ক্যানার দ্বারা পরীক্ষা করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামান, এস আই মেজবাহউল হক। পুলিশের এমন ভূমিকায় অসহায় কৃষি শ্রমিকরা চরম খুশি হয়েছেন।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, বুধবার থানা গেট থেকে উপজেলার ৯৬ জন কর্মহারা বেকার অসহায় কৃষি শ্রমিকদের জেলার চলনবিল ও নওগাঁ জেলার আত্রায় উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটতে নিজ খরচে যানবাহনে তুলে দেয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই পুলিশ বিশেষ ভমিকা পালন করে আসছে। কর্মহীন হয়ে পড়া বেকার কৃষি শ্রমিক সহ অসহায় সকল মানুষের পাশে আমরা আছি।