রামেক হাসপাতালে জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট নিয়ে আরো ১২ জন ভর্তি
- প্রকাশিত সময় ০৫:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / 103
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) এ জ্বর-সর্দি-কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নতুন ভাবে ভর্তি হয়েছেন মোট ১২ জন রোগী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ১২ জনের মধ্যে পাঁচজনকে নগরীর মিশন হাসপাতালে, তিনজনকে সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে এবং চারজনকে রামেক হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণের ওয়ার্ড ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের সকলের নমুনা সংগ্রহ করা হবে’।
তিনি আরো বলেন,‘জ্বর-সর্দি-কাশির সন্দেহে তাদের মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাদের শাবকষ্টসহ করোনা উপসর্গ বেশি তাদের সংক্রমক ব্যাধি হাসপাতালে এবং অন্য রোগে আক্রান্ত রোগীদের হাপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছে।
এদিকে গোটা রাজশাহী জেলায় এখন পর্যন্ত মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পুঠিয়া উপজেলায় চারজন, বাঘায় একজন, বাগমারায় একজন ও মোহনপুরে রয়েছে একজন। যার মাঝে চারজন নারী ও চারজন পুরুষ রয়েছে। গতকাল রামেকের ল্যাবে মোট ১৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।