সিরাজগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় আউশ বীজ ও সার বিতরন
- প্রকাশিত সময় ০৪:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / 103
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদরে ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-১/২০২০-২১ উফশী আউশ ধানের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে গত মঙ্গলবার থেকে উপজেলা কৃষি অফিস, সিরাজগঞ্জ সদরের আয়োজনে প্রণোদনা প্রদান করা হয়। জেলা পরিষদের কৃষি চত্ত্বরে প্রণোদনার বীজ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ রিয়াজ উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সরকার অসীম কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব এস এম নাসিম রেজা নুর (দিপু), মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।
প্রণোদনা কর্মসুচীর আওতায় ৩য় ধাপে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে এক বিঘার জন্য ৫ কেজি আউশ বীজ বিতরন করা হয়।
এর আগে প্রণোদনা কর্মসুচীর আওতায় প্রথম ধাপে ৩০০ জন ও দ্বিতীয় ধাপে ১৫০ জন মোট ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।
প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।