বিজ্ঞপ্তি :
পাবনার ফরিদপুর থেকে আড়াই হাজার শ্রমিককে ধান কাটতে হাওড়ে পাঠানো হয়েছে
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৮:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / 102
ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ ফরিদপুর উপজেলা থেকে ২ হাজার ৫’শ জন শ্রমিককে নেত্রকোনা কিশোরগঞ্জ, সুনামগঞ্জ হাওড় এলাকা সহ নাটোরের চলনবিল এলাকায় ১ জন দলপতি সহ ১৫, ২৫ ও ৩১ সদস্যের দল গঠন করে পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়র কর্তৃক পাঠানো এসব শ্রমিকদের স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ডা: ওমর আলী তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
কৃষিবিদ কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান শ্রমিকদের কাগজপত্র প্রস্তুত করে ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলীর মাধ্যমে তা বিতরণ করা হয়। ফলে শ্রমিকরা রাস্তায় কোন বাধার সম্মুখীন হবে না বলে কৃষি কর্মকর্তা জানান।