সাঁথিয়ায় সরকারি ৫০% ভতুর্কিতে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান
- প্রকাশিত সময় ০৮:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / 91
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সোমবার ২৭ এপ্রিল দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় ৫০% ভতুর্কীতে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিন মাত্র ১৪লাখ টাকার মাধ্যমে ক্রয় করেন উপজেলার ছোট পাথাইলহাট গ্রামের মৃত্যু আয়েজ উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তাস্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আহমেদ, কৃষ অফিসার সঞ্জীব কুমার গোস্বামী, কৃষি সম্প্রসারণ অফসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, এ্যাড. শামসুল হক নান্নুসহ সুধীজন।
ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিনে ১ ঘন্টায় প্রায় এক একর ধান/গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি খরচ হয় ৭/৮ লিটার ডিজেল। এতে করে অল্প সময়ে প্রায় অধেক খরচে কৃষকরা ধান/গম কাটতে পারবে বলে বক্তারা বলেন।